শিবির খুব খারাপ হয়ে গেছে।

লিখেছেন লিখেছেন রাফসান ১৮ জুলাই, ২০১৩, ০৪:৫৮:২৫ বিকাল

শিবির খুব খারাপ হয়ে গেছে।

হ্যাঁ ভাই/আপু শিবির হরতাল অবরোধ ডেকে খুব খারাপ হয়ে গেছে।

আপনাকে অনুরুধ একটিবার কি শিবিরের ইতিহাস দেখবেন!

৩৬ বছর থেকে শিবির এই বাংলার মাটিতে ছাত্র রাজনীতি করে আসছে।

কিন্তু কখনত শিবির এরকম হরতাল অবরোধ ভাংচুরের মত কর্মসুচী দেয়নাই তাহলে আজ কেন শিবির এ পথ বেছে নিল?

কেন একটি শান্তি প্রিয় সংগঠন কে আজ এরকম অশান্ত হতে হল?

কি এ প্রশ্ন গুলো একবারও আপনার মাথায় আসেনা?

শিবিরের কেন্দ্রিয় সভাপতি থেকে শুরু করে একজন সাধারন সমর্থক পর্যন্ত আজ জালিমের কারাগারে জুলুমের শিকার।

বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্ধকে আজ মিথ্যা মামলায় ফাসির রায় দিয়া হচ্ছে।

সারা বাংলাদেশে শিবিরের উপর চলছে নিষেধাজ্ঞা।

চলছে গন হারে গ্রেফতার।

গনতান্ত্রিক সকল অধিকার থেকে বান্চিত করে রাখা হয়েছে সভা মিছিল মিটিং এমনকি ঘরোয়া বৈটক গুলাতেও নিষেধাজ্ঞা।

তাহলে কি শিবির ঘরে বসে থেকে নেতৃবৃন্ধের ফাসির লাশ আনতে কারাগারে যাবে?

এটাকা আর যাই বলুক ইসলামী আন্দোলন বলেনা।

আর বর্তমান বাংলাদেশে কি হরতাল অবরোধের বিকল্প কোনো আন্দোলন আছে?

এই জামায়াত নেতৃবৃন্ধ ত শুধু জামায়াতের সম্পধ নয় এ দেশ ও ইসলামের সম্পধ।

তাই দেশ ও ইসলামের খাতিরে দেশের জনগন কেও কিছু ত্যগ তিতিক্ষা সয্য করতে হবে।

কোনো দায়িত্বশীল-ই বলে দেননা জালাও পোড়াও গাড়ি ভাঙ্গচুর করতে কিন্তু যখনি আমাদের ভাইয়েরা রাজপথে নেমে আসে তখনি শুরু হয় নির্যাতন ধেয়ে আসে পুলিশের বুলেট সাউন্ড গ্রেনেড টিয়ারশেল কেড়ে নেয় তরতাজা প্রান আহত পঙ্গু করে দেয় নিজ সাথী কে তাই হয়ত কিছু অপ্রিতিকর গঠনা ঘটে যায় কিছু ভাঙ্গচুর অগ্নি সংযুগ হয়ে যায়।

তাই বলেকি আপনি এই পবিত্র সংগঠনটাকে প্রশ্নবিধ্ব করবেন।

আশা করি দয়াকরে আপনার অন্ধ বিবেক পরিহার করে সুস্ত বিবেকটা কাজে লাগাবেন।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File